![]() |
| বাংলাদেশের প্রথম আবাসিক নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস |
তখনো মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য সমাজে তেমন কোনো সচেতনতা গড়ে ওঠেনি যখন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের লেখাপড়া শিখিয়ে তাদের শারীরিক মানসিক বিকাশ ঘটানো চিন্তা করছেন । সময়টা গত শতাব্দীর তিরিশের দশক, তখন এই চিন্তা নিতান্তই ব্যতিক্রম । সমাজের রক্তচক্ষু এড়িয়ে মুক্ত বাতাসে মেয়েরা লেখাপড়া শিখবে খেলার মাঠে খেলাধুলা করবে, শরীর চর্চা, নৃত্য, সঙ্গীত এর মত সুকুমারবৃত্তি গুলি আয়ত্ত্ব করবে এই চিন্তা থেকেই রণদা প্রসাদ সাহা একটি আবাসিক বালিকা বিদ্যালয় গড়ে তুলেছিলেন । ১৯৩৮ সালের ২ রা জানুয়ারি বিদ্যালয় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তাঁর স্ত্রী কিরণ বালা সাহা ।
রণদা প্রসাদ তাঁর প্রপিতামহী ভারতেশ্বরী দেবীর নামে বিদ্যালয়টির নামকরণ করেছিলেন । মাত্র ১০ টি ছাত্রী নিয়ে ভারতেশ্বরী বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়টি যাত্রা শুরু করে। বিদ্যানুরাগী রণদাপ্রসাদের যত্নে ও মেধায় ভারতেশ্বরী হোমস্ দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করে ।
ভারতেশ্বরী হোমস হল মেয়েদের জন্য একটি আবাসিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটি ভারতেশ্বরী বিদ্যাপীঠ, একটি পাঠশালা (প্রাথমিক বিদ্যালয়) হিসাবে যাত্রা শুরু করে। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর রণদা প্রসাদ সাহার স্ত্রী মিসেস কিরণ বালা শাহা ১৯৩৮ সালের ২রা জানুয়ারি ভারতেশ্বরী হোমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
ভারতেশ্বরী হোমস ( বিএইচ ) ১৯৭০ সাল পর্যন্ত একটি ইংরেজি মাধ্যম স্কুল হিসাবে পরিচালিত হয়েছিল। ১৯৭২ সালে, মহান মুক্তিযুদ্ধের পরে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছা অনুসারে স্কুলটিকে বাংলা মাধ্যমে রূপান্তর করা হয়েছিল, কারণ এটি ছিল তাঁর প্রিয় স্কুলগুলির মধ্যে একটি।
১৯৬২ সাল পর্যন্ত স্কুলে নার্সারি থেকে এসএসসি পর্যন্ত ক্লাস ছিল। ১৯৬২ সালে, এইচএসসি স্তর চালু হয়। বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত স্কুলটি আবাসিক । প্রাইমারি সেকশনটি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সংযুক্ত করা হয়েছে ( অনাবাসিক) । স্কুলটি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল (বিডি) লিমিটেডের একটি উদ্যোগ।
ভারতেশ্বরী হোমস কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুরের মধ্যে অবস্থিত, যেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কুমুদিনী হাসপাতালও অবস্থিত। কমপ্লেক্সটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৬৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলগামী মহাসড়ক এবং টাঙ্গাইল জেলা শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ঢাকাগামী মহাসড়কে ।



0 মন্তব্যসমূহ