কুমুদিনীতে কুরচি-গিরিমল্লিকা-ফুলের মিষ্টি সৌরভ

 

Holarrhena antidysenterica

নেহায়েত সময়টা খারাপ নইলে কত দর্শনার্থী যে কুমুদিনীতে আসত এ ফুলের সৌন্দর্যের মায়া জালে আচ্ছন্ন হতে! চারদিকে সবুজ প্রকৃতি তার ভিতর কিছু গাছ গুচ্ছ গুচ্ছ শাদা ফুল ফুটিয়ে জানান দিচ্ছে এ-ই যে আমি। কে তুমি? আমি কুরচি! মৃদু মন্দ বসন্ত বাতাসে ঝরে পড়ছে ফুলের পাপড়ি। চারপাশে হালকা মিষ্টি সৌরভে মন কেমন করে। মন কেমন করেছিল বলেই তো মহাকবি কালিদাস কুরচির বন্দনা করেছেন। 

"আসিছে বরষা, হেরি মেঘদলে জাগে শুধু তার মনে,

আমারে ছাড়িয়া কেমনে সে প্রিয়া বাঁচিবে প্রাবৃট্‌ ক্ষণে

সহসা কেমন মনে হল তার বাঁচাইতে পারা যায়,

যদি কোন মতে মেঘের মুখে সে আমার বারতা পায়!

এত ভাবি ত্বরা কুটজ কুসুমে অর্ঘ রচিয়া আনি

মধুর বচনে স্তুতি করি মেঘে কহিছে জুড়িয়া পাণি ।

 

রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে কলকাতা যাচ্ছিলেন সে সময়েই কুরচির দেখা পান। সে ফুল দেখে কবিতা লিখলেন বৈশাখে (১৩৩৪) কবিতার নাম কুরচি। কবির মতে কুরচি গাছ ফুলের ঐশ্বর্যে মহিমান্বিত। কবি পুনশ্চ,শ্যামলীবনবাণী ও আকাশ প্রদীপের অনেক জায়গায় কুরচির সৌন্দর্যের কথা লিখেছেন প্রাণ খুলে।

বনবাণী গ্রন্থের কুরচি কবিতার কয়েকটি লাইন-

ভ্রমর একদা ছিল পদ্মবনপ্রিয় ,

ছিল প্রীতি কুমুদিনী পানে ।

সহসা বিদেশে আসি , হায় , আজ কি ও

কূটজেও বহু বলি মানে!

কুরচি , তোমার লাগি পদ্মেরে ভুলেছে অন্যমনা

যে ভ্রমর , শুনি নাকি তারে কবি করেছে ভর্ৎসনা ।

আমি সেই ভ্রমরের দলে । তুমি আভিজাত্যহীনা ,

নামের গৌরবহারা ; শ্বেতভুজা ভারতীয় বীণা

তোমারে করে নি অভ্যর্থনা অলংকারঝংকারিত

কাব্যের মন্দিরে । তবু সেথা তব স্থান অবারিত ,

বিশ্বলক্ষ্মী করেছেন আ মন্ত্রণ যে প্রাঙ্গণতলে

প্রসাদচিহ্নিত তাঁর নিত্যকার অতিথির দলে ।

আমি কবি লজ্জা পাই কবির অন্যায় অবিচারে

হে সুন্দরী । শাস্ত্রদৃষ্টি দিয়ে তারা দেখেছে তোমারে ,

রসদৃষ্টি দিয়ে নহে ; শুভদৃষ্টি কোনো সুলগনে

ঘটিতে পারে নি তাই , ঔদাস্যের মোহ-আবরণে

রহিলে কুণ্ঠিত হয়ে ।

কুরচি মাঝারি আকারের পর্নমুচী বৃক্ষ। শীতের শেষে বড় বড় সবুজ পাতা ঝরে গেলেই বসন্তের শেষে ও গ্রীষ্মের শুরুতে ফুলে ফুলে তাক লাগিয়ে দেয়। এসময় ফুলের সাথে কচি পাতা দেখা যায়। পাঁচ পাপড়ির ফুল। বীজ ও শিকড় থেকে গজানো চারার মাধ্যমে এর বংশ বিস্তার। সেপ্টেম্বর ও অক্টোবরে এগাছে আরও একবার ফুল ফোটে। এর ফুল ও বাকল থেকে পাওয়া যায় নানা রোগের অসুধ। আসামে কুরচি কাঠের কবজ ব্যবহার করার প্রচলন আছে। আমাদের দেশে নানা জায়গায় এ ফুল দেখা যায়। এ ফুলের অনেক নাম আছে, যেমন হিন্দ নাম কুটাজ বা কুটাজা,সংস্কিৃত নাম ভাটসাক, তবে রবীন্দ্রনাথ এর নাম রেখেছেন গিরিমল্লিকা। 

আদি নিবাস ভারত।আয়ুর্বেদে কুরচির বীজ ও বাকল (ছাল) চিকিতসার জন্য ব্যবহার হয় । উভয়েরিই অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিডায়ারিয়াল প্রভাব আছে । এছাড়াও অনেক রোগের চিকিতসার কাজে এই গাছ বহু মূল্যবান,

বাংলাদেশে খুব অল্প যায়গায় কুরচির দেখা মেলে । এটা সংরক্ষনের দাবি রাখে ।





2 মন্তব্যসমূহ

  1. Bet of the day Casino – What time does the day come and go?
    Bet of the air jordan 18 stockx shipping day and go! 원피스 바카라 See everything we know about gambling in the UK. authentic air jordan 18 retro yellow suede ✓Our expert team monitors every single air jordan 18 retro men red great site day to air jordan 18 retro toro mens sneakers sale ensure every one of the

    উত্তরমুছুন
  2. Before you resolve to register, you should to} research whether the positioning is licenced and controlled by the UK Gambling Commission. This data is generally in the footer of internet site}. These licenses guarantee gamers that their personal data won’t be shared and that they’re capable of to} pay and withdraw money securely. Random Number Generator software ensures that online on line casino games are fair, so trusted online casinos will use software created by reputable builders. If you’re looking for an enormous selection of on line casino games 점보카지노 from greater than 50 top suppliers, you may register with PlayOJO. Novomatic - Novomatic considered one of the|is among the|is probably certainly one of the} earliest and most experienced on line casino gaming companies.

    উত্তরমুছুন